Bangla first paper assignment1, বাংলা প্রথম পত্র অ্যাসাইনমেন্ট ১

 

 সপ্তম শেণি

 বাংলা প্রথম পত্র

 ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট

উত্তরঃ

সাধু ভাষার ৫টি বৈশিষ্ট্যঃ

১। সাধু ভাষা সুনির্দিষ্ট ব্যাকরণ অনুসারে ব্যবহৃত হয়।

২। সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়া পদের রূপ পূর্ণাঙ্গ। যেমনঃ  তাহাদের, করিয়াছে ইত্যাদি

৩। সাধু ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি। যেমনঃ নক্ষত্র, হস্ত, চন্দ্র, সাক্ষাৎ ইত্যাদি

৪। সাধু ভাষার উচ্চারণ গুরুগম্ভীর।

৫। সাধু ভাষায় অনুসর্গ পূর্ণরুপে ব্যবহৃত হয়। যেমনঃ হইতে, দিয়া ইত্যাদি



উদ্দীপকের অনুচ্ছেদটি সাধু ভাষায় রচিত। অনুচ্ছেদটিতে ব্যবহৃত সর্বনাম, ক্রিয়া, অব্যয় ও তৎসম পদের ব্যবহার নিম্নে দেওয়া হলোঃ

সর্বনাম পদঃ তাহা

ক্রিয়া পদঃ পাইলাম, আসিয়া, দিয়া, করিয়া, লইয়াছে

 অব্যয় পদঃ সহিত, ইতোমধ্যে

 তৎসম শব্দঃ সাক্ষাৎ, ক্ষুদ্র, হৃদয়



সাধু ভাষার যৌক্তিকতা নিরুপণঃ

আমরা জানি সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়া পদের পূর্ণ রূপ ব্যবহৃত হয়। অনুচ্ছেদটিতেও সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণ রূপ ব্যবহৃত হয়েছে। যেমনঃ তাহা, পাইলাম, লইয়াছে ইত্যাদি। সাধু ভাষায় অনুসগের পূর্ণ রূপ ব্যবহৃত হয় যা উক্ত অনুচ্ছেদে  লক্ষণীয়। এছাড়াও অনুচ্ছেদে কিছু তৎসম শব্দ অনুচ্ছেদটিকে সাধু ভাষায় রচিত বলে প্রমাণ করে।

Post a Comment

0 Comments